ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

গার্দিওলার জন্য ট্রেবল জিততে চান লাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
গার্দিওলার জন্য ট্রেবল জিততে চান লাম ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে ইস্তফা দিচ্ছেন পেপ গার্দিওলা। আর স্প্যানিশ এ কোচের বিদায়কে স্মরণীয় করে রাখতে ট্রেবল জিততে চান দলটির অধিনায়ক ফিলিপ লাম।



সম্প্রতি মৌসুম শেষে অ্যালিয়াঞ্জ অ্যারিনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন গার্দিওলা। জার্মান চ্যাম্পিয়নদের চুক্তি অনুযায়ী তিন বছরের মেয়াদ শেষে এমনটি জানান সাবেক বার্সেলোনার সফল কোচ। আর ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে কোচ হিসেবে পাড়ি দেবেন তিনি।

গার্দিওলার ক্লাব ছাড়ার বিষয়টি বেদনাদায়ক এমনটি জানিয়ে লাম বলেন, ‘যারা বায়ার্ন ও আমাদের ইতিহাস সম্পর্কে জানে, তারা আরও ভালো করে জানবে যে আমরা প্রতিটি শিরোপার জন্য খেলি এবং জয়ই আমাদের লক্ষ্য। ’

তিনি আর বলেন, ‘এখন জানুয়ারি চলছে। আর মে’র দিকে শিরোপা হাতে উঠবে। অবশ্যই আমরা চেষ্টা করবো তিনটি বড় শিরোপা ঘরে তুলতে। আর এটা গার্দিওলার স্মরণেই করতে চাই। ’

বাভারিয়ানদের নতুন কোচ হিসেবে আগামী মৌসুমে আসতে পারেন কার্লো আনচেলত্তি। হাইপ্রোফাইল এ কোচ এর ‍আগে রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেই ও এসি মিলানের মতো দলে সফলতা দেখিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।