ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হ্যাজার্ডের নেতৃত্বে চার তারকাকে হারাচ্ছে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
হ্যাজার্ডের নেতৃত্বে চার তারকাকে হারাচ্ছে চেলসি ছবি : সংগৃহীত

ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও পয়েন্ট টেবিলের শীর্ষ চার নিশ্চিতে বেশ পিছিয়ে চেলসি। লক্ষ্য পূরণে ব্যর্থ হলে  চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমে দেখা যাবে না ব্লুজদের।

এমন শঙ্কায় সামার ট্রান্সফার উইন্ডোতে দলের শীর্ষ চার তারকাকে হারানোর ভয়ে দিন পার করছে ইংলিশ জায়ান্টরা।

ইংলিশ ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সান’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করছে। এখন পর্যন্ত ২২ ম্যাচ শেষে মাত্র ২৫ পয়েন্টে ১৪ নম্বরে অবস্থান করছে চেলসি। মৌসুমের শুরু থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে ব্লুজরা। খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে তো হোসে মরিনহোকে কোচের পদ থেকেই বরখাস্ত করা হয়। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে আছেন গাস হিডিঙ্ক। সব মিলিয়ে একটা কঠিন সময়ই পার করছে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।

সূত্রমতে, চ্যাম্পিয়নস লিগের ২০১৬-১৭ মৌসুমে অংশ নেওয়ার দৌড়ে চেলসির ব্যর্থতার সম্ভাবনাই বেশি! এমতাবস্থায়, গ্রীষ্মকালীন দলবদলের বাজারে এডেন হ্যাজার্ডসহ দিয়েগো কস্তা, থিবু কর্তোয়া ও অস্কারের মতো দলের চার শীর্ষ তারকা স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়তে পারেন।

অবশ্য, ট্রান্সফার নিষেধাজ্ঞা রিয়াল মাদ্রিদের হ্যাজার্ডকে দলে ভেড়ানোর পরিকল্পনা ধুলিস্যাৎ করে দিতে পারে। তবে বেলজিয়ান উইঙ্গারকে দলে টানতে প্যারিস সেইন্ট জার্মেইয়েরও (পিএসজি) আগ্রহের কমতি নেই। শুধু তাই নয়, রিয়ালের আরেক লক্ষ্য চেলসি গোলরক্ষক থিবু কোর্তোয়ার ওপরও দৃষ্টি রাখছে ফরাসি চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, নগর প্রতিদ্বন্দ্বীদের মতো অ্যাতলেতিকো মাদ্রিদও খেলোয়াড় কেনাবেচায় নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। যেখানে চেলসি থেকে দিয়েগো কস্তাকে ভিসেন্তে কালদেরনে ফিরিয়ে আনার পথে হাঁটছে তারা। আর অনেকদিন ধরেই তো অস্কারকে দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে জুভেন্টাস।

প্রসঙ্গত, আন্তর্জাতিক দলবদলের বাজারে আঠার বছরের কম বয়সী খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্নে ফিফার নিয়ম ভঙ্গ করায় কঠিন শাস্তির আওতায় পড়ে রিয়াল ও অ্যাতলেতিকো। আপিলের রায় পক্ষে না এলে আগামী দু’টি ট্রান্সফার উইন্ডোতে তারা নতুন খেলোয়াড় কিনতে পারবে না। সেক্ষেত্রে ২০১৭ সামার ট্রান্সফার উইন্ডো পর্যন্ত তাদের অপেক্ষায় থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।