ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা ছবি: সংগৃহীত

ঢাকা: শিরোপা ধরে রাখার মিশনে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন সেরেনা উইলিয়ামস। বছরের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন র‌্যাংকিংয়ের শীর্ষ তারকা।

সেরেনার সঙ্গে মারিয়া শারাপোভাও দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন।

বুধবার (২০ জানুয়ারি) অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে দ্বিতীয় রাউন্ডের খেলায় চাইনিজ তাইপের সু-ওয়েইকে দাঁড়াতেই দেননি সেরেনা। সরাসরি সেট ৬-১, ৬-২ গেমের উড়ন্ত জয় পান মার্কিন টেনিস কন্যা। এর ‍আগে ইতালির কামিলা জর্জির বিপক্ষে ৬-৪, ৭-৫ গেমের কষ্টার্জিত জয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন সেরেনা।

অন্য ম্যাচে শারাপোভাও কোর্টে নিজের আধিপত্য বজায় রাখেন। প্রথম রাউন্ডের (৬-১, ৬-৩ গেমে জাপানের নাও হিবিনোকে) পর দ্বিতীয় রাউন্ডেও একতরফা জয় তুলে নেন টেনিসের সাবেক এক নম্বর তারকা। তৃতীয় রাউন্ড নিশ্চিতে বেলারুশের আলেকসান্দ্রা সাসনোভিচকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দেন শারাপোভা।

প্রসঙ্গত, বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা ছয়বার এ শিরোপা জিতলেও শারাপোভা মাত্র একবার অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি উঁচিয়ে ধরেন। তাও সেই ২০০৮ সালে। এবার কী পারবেন শিরোপা খরা কাটাতে?

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএম

** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।