ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নাপোলিকে কাঁদিয়ে সেমিতে ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
নাপোলিকে কাঁদিয়ে সেমিতে ইন্টার ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতিশোধের ম্যাচে জয় পেল ইন্টার মিলান। নাপোলিকে ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের সেমিফাইনাল নিশ্চিত করলো ইন্টার।

গত আসরের কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিল দু’দল। সেবার ইন্টারকে ১-০ গোলে হারিয়েছিল নাপোলি।

ঘরের মাঠ সাও পাওলো স্টেডিয়ামে পুরো ম্যাচ জুড়েই গোলের জন্য হারাকার করে নাপোলি। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে স্বাগতিকদের দুঃস্বপ্ন উপহায় দেন ইন্টারের মন্টেনেগ্রো স্ট্রাইকার স্টিভান জোভেটিক।

গোল পরিশোধে মরিয়া নাপোলির জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় স্ট্রাইকার ড্রায়াস মার্টেনসের লাল কার্ড (৮৮ মিনিটে)। এর খানিক বাদেই ইনজুরি সময়ে নাপোলির ম্যাচে ফেরার স্বপ্নে জল ঢেলে দেন সার্বিয়ান স্ট্রাইকার অ্যাডাম এলজাজিক। ম্যাচ শেষে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়েন গঞ্জালো হিগুয়েইনরা।

সেমিতে ল্যাজিও বা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাসের মুখোমুখি হবে ইন্টার। শেষ চারের অপর ম্যাচে এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে তৃতীয় সারির দল আলেসান্দ্রিয়া।

উল্লেখ্য, জুভেন্টাস ও ল্যাজিওর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ২টায় শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।