ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: এফএ কাপে দ্বিতীয় লেগের খেলায় এক্সটার সিটির বিপক্ষে ৩-০ গোলের অসাধারণ জয় পেল লিভারপুল। আর এ জয়ের ফলে আসরটির চুতর্থ রাউন্ড নিশ্চিত করলো ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

দু’ দলের প্রথম লেগের খেলাটি ২-২ গোলে ড্র হয়েছিলো।

ঘরের মাঠ অ্যানফিল্ডে বুধবার রাতে এক্সটারকে আমন্ত্রণ জানায় লিভারপুল। আর ঘরের মাঠের সুবিধে কাজে লাগিয়ে সহজ জয় তুলে নেয় অল রেডসরা।

এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা লিভারপুল খেলার ১০ মিনিটেই লিড নেয়। জো অ্যালানের গোলে এগিয়ে যায় দলটি। তবে খেলার প্রথমার্ধের আর কোন গোল না দিতে পারায় ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় লিভারপুল। এরই সুবাদে ম্যাচের ৭৪ মিনিটে সেইয়ে ওজোর গোলে লিড দ্বিগুন হয়। আর খেলার ৮২ মিনিটে জোয়াও টেক্সিইয়েরা গোল করেলে বড় জয় নিশ্চিত হয় দলটির।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্লপের শিষ্যরা। চতুর্থ রাউন্ডে ওয়েস্ট হামের বিপক্ষে লড়বে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৬
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।