ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কোপা ইতালিয়ার সেমিতে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
কোপা ইতালিয়ার সেমিতে জুভেন্টাস ছবি: সংগৃহীত

ঢাকা: স্টেফান লিচেস্টিনার একমাত্র গোলে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে লাজিওকে ১-০ ব্যবধানে হারালো জুভেন্টাস। আর এ জয়ের ফলে আসরটির সেমিফাইনাল নিশ্চিত করলো ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।



বুধবার রাতে স্তাদিও অলিম্পিকোতে মুখোমুখি হয় জুভেন্টাস ও লাজিও। তবে খেলার প্রথমার্ধ কোন দলই গোলের সুযোগ তৈরী করতে পারেনি। তাই গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় জুভেন্টাস। এরই সুবাদে ম্যাচের ৬৬ মিনিটে লিচেস্টিনার গোল করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। তবে ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।

আগামী ২৭ জানুয়ারি সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে লড়বে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৬
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।