ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা মারিয়া শারাপোভা

ঢাকা: অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন রাশিয়ান টেনিসের তারকা মারিয়া শারাপোভা। সাবেক এক নম্বর তারকা শারাপোভা শুক্রবার (২২ জানুয়ারি) চলতি আসরের তৃতীয় ম্যাচে জয় দিয়ে ক্যারিয়ারের ৬০০তম ম্যাচ জিতলেন।



বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের তৃতীয় রাউন্ডে শারাপোভা হারিয়েছেন আমেরিকান লরা ডেভিসকে। ৬-১, ৬-৭ (৫) ও ৬-০ সেটে জিতেছেন শারাপোভা। দুই ঘণ্টা ১৪ মিনিটের এ ম্যাচটি জিততে খুব একটা বেগ পেতে হয়নি তাকে।

ম্যাচ শেষে রাশিয়ান তারকা জানান, আমি খুবই খুশি যে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের চতুর্থ রাউন্ড নিশ্চিত করতে পেরেছি। জয়টা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। গ্র্যান্ডস্ল্যামের পরিবেশে জয় পাওয়াটা খুব কঠিন। এখানে কেউ কাউকে একবিন্দু ছাড় দেয়না। খুব ভালো লাগছে ৬০০তম ম্যাচ জিততে পেরে।

চতুর্থ রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন সুইজারল্যান্ডের তারকা বেলিন্ডা বেনসিস।

২৮ বছর বয়সী শারাপোভা ৩৫বার ডব্লিউটিএ’র সিঙ্গেল ও তিনবার ডাবল জিতেছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৬
এমআর

** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।