ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শেষ মুহূর্তের নাটকে জয়ী লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
শেষ মুহূর্তের নাটকে জয়ী লিভারপুল ছবি : সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে নরউইচ সিটির মাঠে আতিথ্য নিয়ে জয় পেয়েছে লিভারপুল। স্বাগতিকদের ৫-৪ গোলে হারিয়েছে অলরেডসরা।

এ ম্যাচে জয়ের ফলে লিভারপুল টেবিলের নয় নম্বর অবস্থান থেকে সাত নম্বরে উঠে আসে।

২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে নরউইচ সিটির মাঠে খেলতে নামে ইয়ুর্গান ক্লপের শিষ্যরা। পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে লিভারপুলের হয়ে গোল করেন রবার্তো ফিরমিনো, জর্ডান হেন্ডারসন, জেমস মিলনার ও অ্যাডাম লালানা। অলরেডসদের চমকে দেওয়া নরউইচের হয়ে গোল করেন মোবকানি, স্টিভেন নেইস্মিথ, ওয়েসলি হোলাহান ও সেবাস্তিয়ান আইমার।

ম্যাচের ১৮তম মিনিটে গোল করে লিভারপুলকে লিড পাইয়ে দেন ফিরমিনো। মিলনারের অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি। ২৯ মিনিটে সমতায় ফেরে নরউইচ। মোবকানির গোলে ১-১ এ স্কোর দাঁড় করান তিনি। এভারটনের সাবেক তারকা নেইস্মিথ স্বাগতিকদের ২-১ এ এগিয়ে দিতে ম্যাচের ৪১ মিনিটে গোল করেন।

২-১ গোলে এগিয়ে থাকা নরউইচ বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে লিড নিয়ে যায় ৩-১ এ। পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি করেন হোলাহান। তবে, এক মিনিট পরেই ব্যবধান কমান লিভারপুলের তারকা হেন্ডারসন। ৬৩ মিনিটের মাথায় সমতায় ফেরে পিছিয়ে থাকা অলরেডসরা। দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন ফিরমিনো।

৭৫ মিনিটের মাথায় মিলনারের গোলে আরেকবার লিড নেয় লিভারপুল।

৪-৩ গোলে যখন ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ার জন্য প্রস্তুত লিভারপুল, ঠিক তখনই নাটক জমে উঠে। যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সমতায় ফেরে নরউইচ। সেবাস্তিয়ান আইমারের গোলে ৪-৪ স্কোর দাঁড়ায়। এখানেও থেমে থাকেনি ম্যাচে ফল। যোগ করা অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল করে দলকে আবারো এগিয়ে নেন লিভারপুলের অ্যাডাম লালানা। ভাগ্যের জোরে ম্যাচে ফেরে অলরেডসরা।

বাকি সময়ে আর কোনো গোল না হলে ৫-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথি হয়ে খেলতে নামা লিভারপুল।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।