ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ঘরের মাঠেও জিততে পারেনি ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ঘরের মাঠেও জিততে পারেনি ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে প্রায় সাড়ে ৭৫ হাজার দর্শকের উপস্থিতিতে আতিথ্য নেওয়া সাউদাম্পটনের বিপক্ষে হেরেছে ম্যানইউ।

লুইস ফন গালের শিষ্যরা এ ম্যাচে হেরেছে ১-০ গোলেল ব্যবধানে।

সাউদাম্পটনের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ক্লাবের হয়ে অভিষিক্ত চার্লি অস্টিন।

৪-২-৩-১ ফরমেশনে লুইস ফন গাল ম্যানইউয়ের হয়ে প্রথম একাদশে মাঠে পাঠান ডেভিড ডি গিয়া, স্মলিং, ব্লাইন্ড, স্নেইডারলিন, ফেল্লাইনি, লিনগার্ড, হেরেরা, মার্শিয়াল আর ওয়েইন রুনিদের মতো তারকাদের। তারপরও অতিথিদের ঘরের মাঠে হারাতে ব্যর্থ হয় ম্যানইউ।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল আদায় করে নিতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে দলকে গোল পাইয়ে দেন কুইন্স পার্ক রেঞ্জার্সের থেকে সাউদাম্পটনে আসা ২৬ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার অস্টিন। তার একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় অতিথিদের।

এ ম্যাচে হারের ফলে ম্যানইউ পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠতে ব্যর্থ হলো। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৬
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।