ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ডি মারিয়ার জোড়া গোলে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ডি মারিয়ার জোড়া গোলে পিএসজির বড় জয় ছবি: সংগৃহীত

ঢাকা: লিগ ওয়ানের চলতি আসরে বড় জয় তুলে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। প্যারিসের প্রাক দেস প্রিন্সেসে অ্যাঞ্জার্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।



পিএসজির হয়ে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া, সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ, ব্রাজিলের লুকাস সিলভা আর নেদারল্যান্ডসের ভ্যান ডার ইউল গোল করেন। অ্যাঞ্জার্সের হয়ে একমাত্র গোলটি করেন ক্যাপেলে।

ম্যাচের ৩২ মিনিট পর্যন্ত গোলের অপেক্ষায় থাকতে হয় পিএসজিকে। দলকে লিড পাইয়ে দেন গোলমেশিন খ্যাত সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। আট মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন ব্রাজিল তারকা লুকাস সিলভা। বিরতিতে যাওয়ার আগে ২-০ গোলে এগিয়ে থাকে পিএসজি।

বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ডাচ তারকা ভ্যান ডার উইল। তবে, ৫৯ মিনিটের মাথায় ব্যবধান কমান অ্যাঞ্জার্সের ক্যাপেলে।

ম্যাচের ৬২ ও ৬৬ মিনিটে গোল করেন ডি মারিয়া। আর্জেন্টাইন তারকার দুটি গোলে বড় ব্যবধানে (৫-১) এগিয়ে যায় পিএসজি। আর এ স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে লরা ব্লার শিষ্যরা।

এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে পিএসজি পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে। ২২ ম্যাচে সর্বোচ্চ ৬০ পয়েন্ট নিয়ে এক নম্বরে পিএসজি। এক ম্যাচ কম খেলা মোনাকো ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ২৪ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।