ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্ডিচকে হারিয়ে সেমিতে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
বার্ডিচকে হারিয়ে সেমিতে ফেদেরার ছবি : সংগৃহীত

ঢাকা: নিজের ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডস্ল্যাম থেকে বেশি দূরে নেই রজার ফেদেরার। মঙ্গলবার (২৬ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন পুরষ টেনিসের এ মহাতারকা।



ষষ্ঠ বাছাই বার্ডিচকে এদিন সরাসরি সেটে হারান সুইস তারকা ফেদেরার। প্রথম সেটটি কিছুটা ঘাম ঝরিয়ে ৭-৬ (৭-৪) টাইব্রেকারে জেতেন ফেডএক্স খ্যাত টেনিসের তিন নম্বর এ তারকা। তবে পরের দুই সেটে ৬-২ ও ৬-৪ গেমে জিতে ১২তম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেন ফেদেরার।

এদিকে যে কোন গ্র্যান্ডস্ল্যামে সাবেক নাম্বার ওয়ান তারকা ফেদেরারের এটি ৩৯তম সেমিফাইনাল। ২০১২ সালে উইম্বল্ডনে ফেদেরার সর্বশেষ কোন মেজর ট্রফি জিতেছিলেন। তাই এবার ১৭বার রেকর্ড গ্র্যান্ডস্ল্যাম জয়ী এ তারকাকে আরও একটি শিরোপার হাতছানি দিচ্ছে।

সেমিফাইনালে অবশ্য ফেদেরারের প্রতিপক্ষ হতে পারেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। আরেক কোয়ার্টার ফাইনালে জাপানের নিশিকোরি ও নাম্বার ওয়ান তারকা জোকোভিচের মধ্যকার জয়ী সেমিতে খেলবেন ফেদেরারের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৬
এমএমএস

** সেমিতে সানিয়া-হিঙ্গিস জুটি
** শারাপোভাকে হারিয়ে সেমিতে সেরেনা
** জোকোভিচ-ফেদেরারের পর কোয়ার্টারে মারে
** দাপুটে জয়ে কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি
** কোয়ার্টারে সেরেনার মুখোমুখি শারাপোভা
** শেষ আটে জোকোভিচ-ফেদেরার
** অপ্রতিরোধ্য সানিয়া-হিঙ্গিস জুটি
** শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা
** ৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা
** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।