ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সেমিতে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
সেমিতে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার ছবি : সংগৃহীত

ঢাকা: ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জয় থেকে আর দুই ধাপ দূরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। ফাইনালে উঠার দৌড়ে তাকে লড়তে হবে রজার ফেদেরারের বিপক্ষে।

বলা বাহুল্য, টেনিস ভক্তদের সামনে এক রোমাঞ্চকর ম্যাচই অপেক্ষা করছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সপ্তম বাছাই জাপানিজ কেই নিশিকোরিকে সরাসরি সেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন সার্বিয়ান টেনিস তারকা। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় সহজেই কোয়ার্টার ফাইনাল বাধা অতিক্রম করেন জোকোভিচ।

প্রথম সেটে ৬-৩ গেমে জয়ের পর দ্বিতীয়টি ৬-২ গেমে জিতে ২-০ তে লিড নেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। তৃতীয় সেটে নিশিকোরি প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও শেষ পর্যন্ত ৬-৪ গেমের জয় নিয়ে কোর্ট ছাড়েন জোকোভিচ। ম্যাচের ব্যাপ্তি দুই ঘণ্টা ছয় মিনিট।

এদিকে, শেষ আটের অপর ম্যাচে ষষ্ঠ বাছাই টমাস বার্ডিচকেও সরাসরি সেটে হারান ফেদেরার। ৭-৬ গেমের প্রথম সেটটি টাইব্রেকারে (৭-৪) জিতলেও পরের দুই সেট ৬-২, ৬-৪ গেমে জিতে দাপটের সঙ্গেই সেমিতে পা রাখেন সুইস কিংবদন্তি।

উল্লেখ্য, ২০১০ সালের পর থেকে অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা খরায় ভুগছেন চারবারের চ্যাম্পিয়ন ফেদেরার। শেষ চারে সতেরবারের গ্রান্ড স্লাম জয়ী জোকোভিচ বাধা পেরোতে পারবেন কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএম

** বার্ডিচকে হারিয়ে সেমিতে ফেদেরার
** সেমিতে সানিয়া-হিঙ্গিস জুটি
** শারাপোভাকে হারিয়ে সেমিতে সেরেনা
** জোকোভিচ-ফেদেরারের পর কোয়ার্টারে মারে
** দাপুটে জয়ে কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি
** কোয়ার্টারে সেরেনার মুখোমুখি শারাপোভা
** শেষ আটে জোকোভিচ-ফেদেরার
** অপ্রতিরোধ্য সানিয়া-হিঙ্গিস জুটি
** শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা
** ৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা
** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।