ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আর্সেনালের জয়, লিভারপুলের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আর্সেনালের জয়, লিভারপুলের ড্র ছবি: সংগৃহীত

ঢাকা: এফএ কাপে জয় পেয়েছে আর্সেনাল। বার্নলির বিপক্ষে ২-১ গোলে জিতে আসরটির পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

তবে ভিন্ন ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে লিভারপুল।

এদিন ঘরের মাঠ অ্যানফিল্ডে ওয়েস্টহামকে আতিথিয়েতা জানায় ইয়র্গেন ক্লপের শিষ্যরা। তবে ঘরের মাঠে পেয়েও চলতি মৌসুমে তৃতীয়বারের মতো দলটির বিপক্ষে জয় তুলে নিতে পারেনি অল রেডসরা। পঞ্চম রাউন্ডে যেতে এ দু’দলের মধ্যে আবারও একটি খেলা অনুষ্ঠিত হবে।

এদিকে লিভারপুল জয় না পেলেও কালাম চাম্বার্স ও অ্যালেক্সিস সানচেজের গোলে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে জয় পায় আর্সেনাল। খেলার ১৯ মিনিটে চাম্বার্স গোল করে দলকে এগিয়ে নেন। তবে ৩০ মিনিটে স্যাম ভোকেসের গোলে সমতা পায় বার্নলি। কিন্তু বিরতির পর চিলি স্ট্রাইকার সানচেজ গোল করলে জয় নিশ্চিত হয় গানারদের।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।