ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফ্রেঞ্চ লিগে পিএসজির রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
ফ্রেঞ্চ লিগে পিএসজির রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রেঞ্চ লিগ ওয়ানে নতুন রেকর্ড গড়লো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লরিয়েন্তকে ৩-১ গোলে হারিয়ে টানা ৩৩টি লিগ ম্যাচে অপরাজেয় থাকার মাইলফলক স্পর্শ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এর মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে ২৪ পয়েন্টের লিড নিল লরা ব্লার শিষ্যরা।

প্যারিসের মাঠে পুরো ম্যাচ জুড়েই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় পিএসজি। ছয় মিনিটের মাথায় জ্লাতান ইব্রাহিমোভিচের পাসে গোলের খাতায় নাম লেখান এডিনসন কাভানি। তবে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি ভিজিটররা। ১৯ মিনিটে লরিয়েন্তকে ম্যাচে ফেরান ফ্রেঞ্চ ডিফেন্ডার রাফায়েল গারেইরো।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে লেইভিন কারজাওয়ার বাড়ানো বলে বল জালে জড়ান সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। এর ১৪ মিনিট পর গারেইরোর স্বদেশী ডিফেন্ডার কারজাওয়ার গোলে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। আর নির্ধারিত সময় শেষে রেকর্ড গড়ার উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন কাভানি-ডি মারিয়া-মাতুইদিরা।

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পিএসজির সংগ্রহ ২৪ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট। সমান ম্যাচে ৪২ পয়েন্টে দ্বিতীয় স্থানে মোনাকো। তাই ধরেই নেওয়া যায়, এ মৌসুমেও নিশ্চিতভাবে পিএসজির হাতেই থাকছে শিরোপা!

উল্লেখ্য, ফ্রেঞ্চ লিগের ১৯৯৪-৯৫ মৌসুমে টানা ৩২ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল এফসি নান্তেস।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।