ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নতুন প্রতিভা মাসুদ রানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
নতুন প্রতিভা মাসুদ রানা ছবি : সংগৃহীত

ঢাকা: ওয়ালটন গ্রুপ সর্বদাই ট্যালেন্টদের প্রমোট করার চেষ্টা করে। বল মাথায় নিয়ে নানা রকম কসরত দেখানো আব্দুল হালিমকে চৌকষ কমিটির তত্ত্বাবধানে ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করে ২০১১ সালে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়ায়।



গত বছরের নভেম্বর মাসে ওয়ালটনের ব্যানারে আরো একটি গিনেস রেকর্ড গড়ার জন্য প্রচেষ্টা চালিয়েছেন আব্দুল হালিম। সেটার স্বীকৃতির অপেক্ষায় রয়েছেন তিনি।

আব্দুল হালিমের মতো আরো একটি প্রতিভা খুঁজে পেয়েছে ওয়ালটন গ্রুপ। তার নাম মাসুদ রানা। খুলনার এই ফুটবল জাদুকর বল মাথায় নিয়ে বিস্ময়কর ও আশ্চর্যজনক কিছু কাজ করতে পারেন। সম্প্রতি তিনি ঢাকায় এসে ট্রায়াল দিয়ে গেছেন। শিগগিরই ওয়ালটনের ব্যানারে তিনিও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়ার প্রচেষ্টা চালাবেন।

২০১৫ সালের ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট দেখতে সাতক্ষীরা গিয়েছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। সেখানে গিয়ে তিনি মাসুদ রানার সন্ধান পান।

নতুন এই প্রতিভার বিষয়ে তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি আব্দুল হালিমের মতো বাংলাদেশের আনাচে-কানাচে যদি কোনো প্রতিভাবান কেউ থেকে থাকেন- তাহলে তারা আমাদের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সারা দেশে আমাদের ওয়ালটন এবং মার্সেল এর অনেক আউটলেট রয়েছে, সেখানে যোগযোগ করলে আমরা তাদেরকেও সহায়তা করব। গেল বছর ওয়ালটন সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়ে আমি মাসুদ রানার সন্ধান পাই। ’

তিনি আরও যোগ করেন, ‘মাসুদ রানাও আব্দুল হালিমের মতো প্রতিভাবান। সবকিছু ঠিকঠাক থাকলে তার মাধ্যমেও বেশ কয়েকটি রেকর্ড গড়া সম্ভব বলে আমি মনে করি। আমরা তার ট্রায়াল দেখেছি আর বিস্মিত হয়েছি। ওয়ালটন গ্রুপ তার মাধ্যমে নতুন গিনেস রেকর্ড গড়ানোর চেষ্টা করবে। আশা করছি ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আব্দুল হালিমের মতো মাসুদ রানাও বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবে। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।