ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০১৬ শুরু হয়েছে। এতে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের ১৮টি দল অংশগ্রহণ করছে।


 
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে হাবিপ্রবির শেখ রাসেল হল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।  
 
প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর রুহুল আমিন।  
 
অনুষ্ঠান শেষে উদ্বোধনী খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরুষ দল ২-০ সেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে জয়ী হয়।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১২টি বিশ্ববিদ্যালয়ের ১৮টি দল অংশগ্রহণ করছে। এর মধ্যে মেয়েদের ৬টি দল রয়েছে।  
 
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল, জাতীয় বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়।  
 
রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।