ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

পিরলোর স্বপ্নের প্রিমিয়ার লিগ একাদশে নেই রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
পিরলোর স্বপ্নের প্রিমিয়ার লিগ একাদশে নেই রুনি ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লাব ক্যারিয়ারে কখনোই ইংলিশ লিগে পা বাড়াননি। ক্যারিয়ারের সিংভাগ সময়ই কাটিয়ে দিয়েছেন সিরি আ’তে।

ক্যারিয়ার সায়াহ্নে এসে এখন খেলছেন আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস)। তবে অভিজ্ঞতার স্বাদ না নিলেও ইংলিশ প্রিমিয়ার লিগের ড্রিম টিম প্রকাশ করেছেন আন্দ্রে পিরলো। কিন্তু, ওয়েইন রুনিকেই একাদশে রাখেননি ইতালিয়ান কিংবদন্তি।

বর্ণাঢ্য ক্যারিয়ারে এসি মিলান ও জুভেন্টাসের হয়ে লিগ শিরোপা জিতেছেন পিরলো। ইংলিশ লিগে খেলেননি ঠিক। কিন্তু, খেলোয়াড়ী জীবনে এখানকার বহু খেলোয়াড়েরই মুখোমুখি হয়েছেন। লিগ চ্যাম্পিয়ন হতে কী দরকার তাও নিশ্চয়ই ভালো করেই জানেন ইতালির বিশ্বকাপ জয়ী এ মিডফিল্ডার।

তার আলোকেই ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের স্বপ্নের একাদশ বাঁছাই করেছেন নিউ ইয়র্ক সিটির হয়ে খেলা পিরলো। তার ড্রিম টিমে ম্যানচেস্টার সিটি থেকেই স্থান পেয়েছেন পাঁচজন। গোলরক্ষক জো হার্টের সঙ্গে রয়েছেন ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি, মিডফিল্ডার ইয়াইয়া তোরে, উইঙ্গার কেভিন ড্রি ব্রুইন ও স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

আর্সেনাল থেকে জায়গা করে নিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা মেসুত ওজিল, আলেক্সিস সানচেজ ও ডিফেন্ডার নাচো মনরিয়েল। চেলসির দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার জন টেরি ও ব্রানিস্লাভ ইভানোভিচকে বেঁছে নিয়েছেন পিরলো। আর লিভারপুলের একমাত্র খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান ফিলিপ্পে কুতিনহো।

পিরলো তার ড্রিম টিম ৪-৩-৩ ফর্মেশনে সাজিয়েছেন। মূল স্ট্রাইকার প্রান্তে থাকা আগুয়েরোকে পেছন থেকে সাপোর্ট দেবেন কুতিনহো, ওজিল ও সানচেজ। রাইট উইংয়ে থাকবেন ডি ব্রুইন। ‍আক্রমণাত্মক মিডফিল্ডে সানচেজ-কুতিনহোর সঙ্গে রয়েছেন ইয়াইয়া তোরে।

রক্ষণভাগ সামলাবেন টেরি ও কোম্পানি। লেফট ব্যাকে মনরিল ও রাইট ব্যাক থেকে গতির ঝড় তুলবেন ইভানোভিচ। আর প্রতিপক্ষের আক্রমণ ভেস্তে দিতে হার্টের বিশ্বস্ত হাত তো আছেই।

বলা বাহুল্য, ইংলিশ লিগের অন্যতম পরাশক্তি ম্যানইউর কাউকেই পছন্দ হয়নি পিরলোর। রেড ডেভিলসদের ইংলিশ অধিনায়ক রুনির অনুপস্থিতি তো আশ্চর্যজনকই বটে!

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।