ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জয়ের বিকল্প নেই রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
জয়ের বিকল্প নেই রিয়ালের ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের এবারের প্রতিপক্ষ দুর্বল গ্রানাডা। তবে সতর্ক থাকতে হচ্ছে জিনেদিন জিদানের শিষ্যদের।

কারণ মৌসুমের এখনও ১৬টি ম্যাচ বাকি থাকলেও লিগ টেবিলে শীর্ষস্থানে থাকা বার্সেলোনা তাদের থেকে বেশ এগিয়ে রয়েছে।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা গ্রানাডা (১৯ তম) ঘরের মাঠ এস্তাদিও নুয়েভো লস কারমেনসে আতিথিয়েতা জানাবে রিয়ালকে। রোববার মধ্যরাতে বাংলাদেশ সময় দেড়টায় মুখোমুখি হবে দু’দল।

গ্রানাডার বিপক্ষে রিয়ালের পরিসংখ্যানটা অবশ্য বেশ পরিস্কার। শেষ পাঁচবারের দেখায় সবকটিতে জয় ক্রিস্টিয়ানো রোনালদোদের। এছাড়া গত এপ্রিলে রয়েছে ৯-১ গোলের বড় ব্যবধানের জয়। কিন্তু চলতি আসরে প্রায়ই হোঁচট খাওয়া শক্তিশালী গ্যালাকটিকোরা এ ম্যাচেও কোনো ছাড় দিতে চাইবে না।

রিয়াল বর্তমানে লিগ টেবিলে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। চার পয়েন্ট এগিয়ে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে। অ্যাতলেটিকো মাদ্রিদ ২৩ ম্যাচে বার্সার সমান ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

রিয়াল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় ও দুটিতে ড্র করেছে। অন্যদিকে দুর্বল গ্রানাডা চার ম্যাচের হারের বিপরীতে জয় পেয়েছে একটিতে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।