ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হাইভোল্টেজ ম্যাচে নামছে ম্যানইউ-চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
হাইভোল্টেজ ম্যাচে নামছে ম্যানইউ-চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান আসরে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি আর শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে আতিথেয়তা নেবে লুইস ফন গালের শিষ্যরা।

দিনের অপর ম্যাচে নামবে আরেক ফেভারিট আর্সেনাল।

রোববার (০৭ ফেব্রুয়ারি) রাত দশটায় শুরু হবে হাইভোল্টেজ এ ম্যাচটি।

এ ম্যাচে মাঠে নামার আগে গাস হিডিঙ্কের শিষ্যরা পয়েন্ট টেবিলের ১৩তম অবস্থানে থেকে মাঠে নামবে। অন্যদিকে ফন গালের ম্যানইউ রয়েছে টেবিলের পাঁচ নম্বরে। ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট অর্জন করেছে রেড ডেভিলসরা। আর সমান ম্যাচে ব্লুজদের সংগ্রহ ২৯ পয়েন্ট।

সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে চেলসি। ম্যানইউয়ের বিপক্ষে সবশেষ ৬ ম্যাচের কোনোটিতেই হারেনি ব্লুজরা। তিনটি ম্যাচ জয়ের পাশাপাশি তিনটি ম্যাচ ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ব্লুজদের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের আসরে ১৬বার হেরেছে ম্যানইউ।

চেলসির ঘরের মাঠে ম্যানইউ ১৩টি প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে একবারই পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে। স্টামফোর্ড ব্রিজে খেলা বাকি ম্যাচগুলোর মধ্যে চারটি ড্র করলেও রেড ডেভিলসরা হেরেছে ৮টি ম্যাচে।

সবশেষ নিজেদের পাঁচ ম্যাচের দুটিতে জয় পেয়েছে চেলসি। বাকি তিনটি ম্যাচে হেরেছে। অপরদিকে নিজেদের সবশেষ খেলা পাঁচ ম্যাচের তিনটিতে জয় তুলে নিলেও একটি করে ম্যাচে পরাজয় ও ড্র মেনে নেয় ফন গালের শিষ্যরা। দুই দলের মুখোমুখি সবশেষ পাঁচবারের দেখায় দুটিতে জিতেছে চেলসি আর বাকি তিনটি ম্যাচেই হেসেছে ম্যানইউ।

চেলসি-ম্যানইউ মাঠে নামার আগেই মাঠে নামবে আর্সেনাল-বার্নমাউথ। সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে অতিথি হয়ে খেলতে যাওয়া আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা এখন পর্যন্ত ২৪ ম্যাচে সংগ্রহ করেছে ৪৫ পয়েন্ট। বার্নমাউথকে হারিয়ে পূর্ন তিন পয়েন্ট পেলেই গানাররা তিন নম্বরে থাকা ম্যানচেস্টার সিটিকে টপকে যাবে। ২৫ ম্যাচ খেলে লিচেস্টার সিটি সর্বোচ্চ ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহাম।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।