ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চীনে পাড়ি জমাচ্ছেন লাভেজ্জি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
চীনে পাড়ি জমাচ্ছেন লাভেজ্জি ছবি: সংগৃহীত

ঢাকা: রামিরেস, জ্যাকসন মার্টিনেজ ও জারভিনহোর পথ ধরে চাইনিজ সুপার লিগে পাড়ি জমাতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা এজেকুয়েল লাভেজ্জি। পিএসজি থেকে লাভেজ্জির সাংহাই শেনহুয়াতে যোগ দেওয়াটা নাকি অনেকটাই নিশ্চিত।

গোল ডট কম এর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

সূত্রমতে, দুই বছরের চুক্তিতে চাইনিজ ক্লাবটিতে যোগ দেবেন লাভেজ্জি। চলতি মৌসুম শেষেই ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। এরপরই চীনে উড়াল দেবেন ত্রিশ বছর বয়সী এ উইঙ্গার। আথির্ক মূল্যটা সম্ভবত পাঁচ মিলিয়ন ইউরো চূড়ান্ত হয়েছে বলে জানা যায়।

এর আগে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে কলম্বিয়ান স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজ, চেলসি থেকে ব্রাজিলিয়ান রামিরেস ও রোমা ছেড়ে চাইনিজ ক্লাবে যোগ দেন আইভরিকোস্ট ফরোয়ার্ড জারভিনহো।

এদিকে, অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে জায়গা পাননি লাভেজ্জি। মার্শেইয়ের মাঠে বাংলাদেশ সময় রোববার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে।

প্রসঙ্গত, ২০১২ সালে নাপোলি ছেড়ে চার বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন লাভেজ্জি। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১৬৩ ম্যাচ। গোল ৩৫টি। আর চলতি মৌসুমে মোটেও নিজের নামের সুবিচার করতে পারছেন না আর্জেন্টাইন উইঙ্গার। সব মিলিয়ে ২৪ ম্যাচে তিনটি আর ১৬টি লিগ ম্যাচে করেছেন মাত্র দুই গোল।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।