ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

টানা ২৮ ম্যাচ অপরাজিত বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
টানা ২৮ ম্যাচ অপরাজিত বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: রেকর্ড ছুঁয়েই জয় তুলে নিয়েছে বার্সেলোনা। অপেক্ষাকৃত দুর্বল দল লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে লা লিগার চলতি আসরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এককভাবে ধরে রাখলো লুইস এনরিকের শিষ্যরা।



এ ম্যাচে জিতে টানা ২৮ ম্যাচ অপরাজিত লুইস এনরিকের শিষ্যরা। পূর্ণ তিন পয়েন্ট অর্জনের পাশাপাশি রেকর্ড গড়ে ফেলেছে এনরিক ও বার্সা। কাতালানদের কোচ হিসেবে এনরিকের এটি ছিল শততম ম্যাচ। এ ম্যাচে জিতে তিনি ছুঁয়ে ফেললেন ক্লাবটির কোচ হিসেবে পেপ গার্দিওলার ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড।

ম্যাচের ৭০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলা বার্সার হয়ে একমাত্র গোলটি করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। লেভান্তের আত্মঘাতি গোলের সুবাদে বাকি গোলটি আসে।

এনরিক প্রথম একাদশে বার্সার হয়ে খেলতে মাঠে নামান ক্লদিয়ো ব্রাভো, লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে, মাশচেরানো, জরদি আলবা, সার্জিও বুসকেটস, ইভান রেকিটিচ, আন্দ্রেস ইনিয়েস্তাকে। তবে, তারকা সমৃদ্ধ কাতালানদের গোলের দেখা পেতে বেশ ঘাম ঝড়াতে হয়।

ম্যাচের ২১ মিনিটে ভাগ্যের সহায়তায় লিড নেয় বার্সা। ইনিয়েস্তার পাস থেকে বল পান আলবা। সেখান থেকে বার্সার এই লেফটব্যাক শট নিলে বল ডেভিড নাভারোর গায়ে লেগে দিক পরিবর্তন করে। নিজেদের জালেই বল জড়ালে বার্সাকে একরকম গোল উপহার দেয় লেভান্তে।

বিরতির আগে আরও কয়েকবার আক্রমণ শানিয়ে গোলের দেখা পায়নি কাতালানরা।

বিরতির পরও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখে দেয় লেভান্তে। অবশেষ ম্যাচের শেষ দিকে দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে গোল করেন সুয়ারেজ। মেসির মাঝমাঠ থেকে বাড়ানো বলে শট নিয়ে উরুগুয়ের তারকা দলের ব্যবধান বাড়ান। এ গোলের ফলে ২-০তে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এ জয়ের পর বার্সা ২২ ম্যাচ খেলে সংগ্রহ করে ৫৪ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা অ্যাতলেতিকো মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দু্ই নম্বরে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।