ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ডি মারিয়া জেতালেন পিএসজিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
ডি মারিয়া জেতালেন পিএসজিকে ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে উড়েই চলেছে প্যারিস সেন্ট জার্মেই। সর্বশেষ লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইর বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লরা ব্লার শিষ্যরা।

আর এ জয়ে দারুণ অবদান রাখেন অ্যাঙ্গেল ডি মারিয়া। আর্জেন্টাইন মিডফিল্ডারের শেষ দিকের গোলেই লিগে টানা নবম জয় পায় দলটি।

রোববার মার্শেইর ঘরের মাঠ স্তাদে ভেলোদরোমেতে ‍আতিথিয়েতা নিতে যায় পিএসজি। আর ম্যাচের মাত্র দুই মিনিটেই লিড নেন দলের সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে স্বাগতিকদের সুবিধে কাজে লাগিয়ে ২৫ মিনিটে রেমি কাবেলা গোল করলে সমতা পায় মার্শেই।

এদিকে বিরতির পরে ম্যাচে ফেরে পিএসজি। খেলার ৭১ মিনিটে প্রথম গোল করা ইব্রার অ্যাসিস্ট থেকেই ম্যাচের জয় সূচক গোলটি করেন ডি মারিয়া। খেলার বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্লার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।