ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন ছবি : আনোয়ার হোসেন রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫’র চূড়ান্ত পর্বের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।  
 
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান টুর্নামেন্ট দু’টির চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করেন।


 
উদ্বোধনের আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ৭ বিভাগের ১৪ দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন।

বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের খেলায় চট্টগ্রামের কাউখালীর ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেটের জৈন্তাপুরের পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে।
 
ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঋতু ৩টি গোল করে এবং পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কুলসুমা ১টি আত্মঘাতী গোল করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ, অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান, মো. গিয়াস উদ্দিন ও আকরাম আল হোসেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ষষ্ঠবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং পঞ্চম বারের মতো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট হতে হচ্ছে। এ টুর্নামেন্ট দু’টি ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।
 
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-এ অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ৫০৯টি এবং খেলোয়াড়ের সংখ্যা ১০ লাখ ৭৯ হাজার ৬৫৩ জন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এ অংশগ্রহণকারী বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ৪৩১টি এবং খেলোয়াড়ের সংখ্যা ১০লাখ ৭৮ হাজার ৩২৭ জন।

আগামী ১৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমএইচপি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।