ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে মিডিয়া কাপ ব্যাডমিন্টনের দ্বিতীয় আসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
শুরু হচ্ছে মিডিয়া কাপ ব্যাডমিন্টনের দ্বিতীয় আসর

ঢাকা: দেশের সংবাদকর্মীদের অংশগ্রহণে বিপুল আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে মিডিয়া কাপ ব্যাডমিন্টন ২০১৬। আরআরএম রাণী টিএমটি গোল্ডের সৌজন্যে আগামী ১৭-১৯ ফেব্রুয়ারি মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনদিনের এই বর্ণাঢ্য আয়োজন।



ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্ল্যাকবোর্ডের আয়োজনে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে সাংবাদিকদের নিয়ে ব্যাডমিন্টনের এটাই সবচেয়ে বড় আসর। টুর্নামেন্টের মিডিয়া সাপোর্ট- এ রয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে দেশের প্রথম সারির দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন এবং রেডিও মাধ্যমের কর্মীরা অংশ নিতে পারবেন বলে জানানো হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে।

মিডিয়া কাপ ব্যাডমিন্টনের প্রথম আসরটি একই ভেন্যুতে গত বছর ২০১৫ সালের জানুয়ারি মাসের ১৮ থেকে ১৯ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রথমবারের আয়োজনে সংবাদমাধ্যমের ২৩টি প্রতিষ্ঠানের শতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

এবারো পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত ও পুরুষ-মহিলা দ্বৈত- এই পাঁচটি বিভাগে অংশগ্রহণের সুযোগ রয়েছে। এ মাসের ১৭ থেকে ১৯ তারিখ, এই তিন দিন মিরপুর ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিয়নের লড়াইয়ে অবতীর্ণ হবেন দেশের জার্নালিস্ট শাটলাররা।

ইতোমধ্যে মিডিয়া কাপ ব্যাডমিন্টন ২০১৬-এ খেলোয়াড় অংশগ্রহণ শুরু হয়েছে বলে জানান মিডিয়া কাপের আহ্বায়ক রঞ্জু চৌধুরী। দ্বিতীয় আসরকে সামনে রেখে তিনি বলেন, সংবাদমাধ্যমের সকলকে নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই ব্যাডমিন্টন উৎসব গতবারের আয়োজনকে ছাড়িয়ে যাবে। আমরা আশা করছি ২০০ জনের অধিক সাংবাদিক ভাই ও বোন আমাদের এই আয়োজনে যোগ দেবেন। আগ্রহী সব সাংবাদিক শাটলারদের মিডিয়া কাপ ব্যাডমিন্টন ২০১৬-এ অংশগ্রহণের আমন্ত্রণ রইলো।

উল্লেখ্য, মিডিয়া কাপ ব্যাডমিন্টনে আগ্রহীদের জন্য ৯ তারিখ থেকে এন্ট্রি শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।