ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

কুর্মিটোলায় প্রথম দিনে জাপান-কোরিয়ার দাপট

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
কুর্মিটোলায় প্রথম দিনে জাপান-কোরিয়ার দাপট ছবি :কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের দ্বিতীয় আসরের প্রথম দিনেই দাপট দেখালো জাপান, কোরিয়া ও থাইল্যান্ড। স্বাগতিক ও দক্ষিণ এশিয়ার গলফারদের পেছনে ফেলে লিডার বোর্ডের শীর্ষে অবস্থান করছেন এই তিন দেশের গলফাররা।



তবে কম দাপট দেখাননি দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কান গলফাররাও। দিন শেষে তৃতীয়স্থান নিয়ে উদ্বোধনী দিনের খেলা শেষ করেছেন দেশটির মিথুন পেরেরা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) কুর্মিটোলায় বসুন্ধরা গলফের উদ্বোধনী দিনের শেষে ১৮ হোল শেষে পারের চাইতে ৭টি শট কম খেলে ৬৪ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছেন জাপানের শুনিয়া তাকেয়াসু সমান সংখ্যক পারে সমান সংখ্যক শট খেলে সমান স্কোর নিয়ে যুগ্মভাবে শীর্ষে কোরিয়ার সুমিন লি।

এদিকে পারের চাইতে ৬ শট কম খেলে ৬৫ স্কোর নিয়ে দ্বিতীয়স্থানে আছেন থাইল্যান্ডের থিতিফুন চুয়াইপরাকং আর পারের চাইতে ৫ শট কম খেলে ৬৬ স্কোর নিয়ে তৃতীয়স্থানে শ্রীলঙ্কার মিথুন পেরেরা।

তবে, স্বাগতিক হয়েও এদিন বাংলাদেশের গলফারদের জন্য দিনটি খুব বেশি সুখকরা ছিলনা। কেননা, দেশ সেরা গলফার সিদ্দিকুর এদিন প্রত্যাশানুযায়ী খলতে পারেননি।

১৮ হোল শেষ করে পারের চাইতে ৩ শট কম খেলে ৬৮ স্কোর নিয়ে ১৪ নম্বরে থেকে দিন শেষ করেছেন মো: সিদ্দিকুর।

আর সমান সংখ্যক হোল খেলে সমান সংখ্যক স্কোর নিয়ে সিদ্দিকুরের সঙ্গেই আছেন বাংলাদেশের অন্য তিন গলফার জামাল হোসেন, আব্দুল মতিন ও জীবন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।