ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

ভ্যালেন্সিয়ার বিপক্ষে বিশ্রামে ‘এমএসএন’ ত্রয়ী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ভ্যালেন্সিয়ার বিপক্ষে বিশ্রামে ‘এমএসএন’ ত্রয়ী ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলছেন না বার্সেলোনার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। প্রথম লেগের খেলায় ৭-০ ব্যবধানে জেতায় এই ‘এমএসএন’ ত্রয়ীকে বিশ্রাম দেওয়া হয়েছে।



ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ মেস্তালায় এমএসএন ত্রয়ী ছাড়াও খেলছেন না জেরার্ড পিকে, জাভিয়ার মাশ্চেরানো ও আন্দ্রেস ইনিয়ৈস্তার মতো বড় তারকারা। তাদেরও রাখা হয়েছে বিশ্রামে। বলতে গেলে দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামছে দলটি।

আর্জেন্টাইন অধিনায়ক মেসি অবশ্য কিছুটা অসুস্থতায় ভুগছেন। কিডনির সমস্যায় ভোগা এ তারকাকে খেলিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ লুইস এনরিক।

গ্যারি নেভিলের ভ্যালেন্সিয়াকে অবশ্য মোকাবেলা করতে হবে, ক্লাউদিও ব্রাভো, দানি আলভেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও আরদা তুরানদের।

এছাড়া প্রথম সারির ফুটবলারদের মধ্যে ইভান রাকিটিচ, সার্জিও রোবের্টো ও জার্মেই ম্যাথিউরা খেলবেন তরুণ উইলফ্রেড কেপটোউন, সার্জি স্যাম্পনার, দানি রোমেরো, হুয়ান ক্যামেরা ও জেরার্ড গুম্বাউদের সঙ্গে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।