ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

শুরু হলো বসুন্ধরা গলফের দ্বিতীয় দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
শুরু হলো বসুন্ধরা গলফের দ্বিতীয় দিন ছবি:কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১০ ফেব্রুয়ারি ছিল ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ’র উদ্বোধনী দিন। এক বছর বিরতির পর কুর্মিটোলা গলফ কোর্সে পর্দা উঠে এই এশিয়ান ট্যুর টুর্নামেন্টের।

সেই ধারাবাহিকতায় আজ শুরু হলো দ্বিতীয় দিনের খেলা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের গলফার মো: ফরহাদ, সিঙ্গাপুরের কো ডেং শ্যান এক নম্বর হোল থেকে টি অফ করলে টুর্নামেন্টে দিনের প্রথম সেশন শুরু হয়।


বেলা ১১টা ২৫ মিনিট পর্যন্ত প্রথম সেশনের খেলা চলবে। এরপর শুরু হবে দিনের দ্বিতীয় সেশনের খেলা।

প্রথম সেশনে বাংলাদেশের হয়ে আরও খেলবেন, মো: জীবন আলী, মো: মিলন আহমেদ, মো: আব্দুল মতিন, মো: সাইয়ুম ও কাওসার হোসেন।



এদিকে, প্রথম দিনের ধারাবাকিতায় দ্বিতীয় দিনেও দ্বিতীয় সেশনে নিজের খেলা শুরু করবেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।