ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

বায়ার্নেই ভবিষ্যৎ দেখছেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বায়ার্নেই ভবিষ্যৎ দেখছেন লেভানডফস্কি ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর গুঞ্জনটা উড়িয়ে দিয়েছেন রবার্ট লেভানডফস্কি। বায়ার্ন মিউনিখেই থাকার জোরালো সম্ভাবনা প্রকাশ করেছেন ফর্মের তুঙ্গে থাকা এ পোলিশ স্ট্রাইকার।

খুব শিগগিরই নতুন চুক্তিতে সই করবেন বলেও নিশ্চিত করেন তিনি।

চলতি মৌসুমে গোল করাটা যেন অভ্যাসে পরিণত করেছেন ২৭ বছর বয়সী লেভানডফস্কি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যেই ৩১ ম্যাচে ৩১টি গোল করেছেন। এর মধ্যে বুন্দেসলিগায় প্রতিপক্ষের জালে ২০ ম্যাচে বল পাঠিয়েছেন ২১ বার। বোঝাই যাচ্ছে, বাভারিয়ানদের হয়ে তিনি কতটা দারুণ ফর্মে রয়েছেন।

জার্মান ম্যাগাজিন ‘স্পোর্ট বিল্ড’কে দেওয়া সাক্ষাৎকারে লেভানডফস্কি বলেন, ‘আমাকে দলে নিতে অনেক ক্লাবই আগ্রহী। এমন অনেক কথাই হচ্ছে। কিন্তু, আমি বর্তমানে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি সম্পন্নের কথাই ভাবছি। কারণ, আমাদের একটি সেরা টিম রয়েছে। তাছাড়া, এ ক্লাবটি জানে কীভাবে খেলোয়াড়দের ভালো পারফরম্যান্সের পুরস্কার দিতে হয়। ’

পোলিশ সেনসেশন যোগ করেন, ‘ক্লাবের একটি লক্ষ্য রয়েছে এবং তারা সে লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে। বোয়েটেং ও মুলারের চুক্তি নবায়ন একটি ভালো চিহ্ন। ইংল্যান্ড থেকে বড় অঙ্কের প্রস্তাব পাওয়া সত্ত্বেও বায়ার্ন তারকা খেলোয়াড়দের ধরে রাখছে। ’

সূত্রমতে, গত ৪ ফেব্রুয়ারি বায়ার্নের সিইও কার্ল হেইঞ্জ রুমেনিগে ও সিএফও (চিফ ফিন্যান্সিয়াল ‍অফিসার) জ্যান ক্রিস্টিয়ান ড্রিসেনের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেন লেভানডফস্কির এজেন্ট। সব ঠিক থাকলে পাঁচ বছরের নতুন চুক্তি হবে বলে জানা গেছে। সেক্ষেত্রে ২০২১ সাল পর্যন্ত অ্যালিয়াঞ্জ অ্যারেনায় থাকছেন লেভানডফস্কি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।