ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

আন্তঃজেলা হ্যান্ডবলে রাঙামাটি পুলিশ চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
আন্তঃজেলা হ্যান্ডবলে রাঙামাটি পুলিশ চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা হ্যান্ডবল টুর্নামেন্টে বান্দরবানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি জেলা পুলিশ।

রাঙামাটি: চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা হ্যান্ডবল টুর্নামেন্টে বান্দরবানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি জেলা পুলিশ।

বুধবার (০৯ নভেম্বর) বিকেলে রাঙামাটির সুখী নীলগঞ্জ নিউ পুলিশ লাইনস মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে রাঙামাটি ২৪-২২ পয়েন্টের ব্যবধানে বান্দরবানকে পরাজিত করে।

সমাপনী খেলায় প্রধান অতিথি ছিলেন- রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, এএসপি (সদর সার্কেল, রাঙামাটি) মোহাম্মদ মাহবুব-উন-নবী, আরআই পুলিশ লাইনস মো. তাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।