ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নাসিরের সঙ্গে জুটি উপভোগ করেছেন মেহেদি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
নাসিরের সঙ্গে জুটি উপভোগ করেছেন মেহেদি ছবি: শোয়েব মিথুন

জয় দিয়ে বিপিএলের ঢাকা পর্ব শেষ করেছে ঢাকা ডায়নামাইটস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩৩  রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা।

মিরপুর থেকে: জয় দিয়ে বিপিএলের ঢাকা পর্ব শেষ করেছে ঢাকা ডায়নামাইটস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৩৩  রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা।

চার ম্যাচে তিন জয়ে ঢাকার পয়েন্ট এখন ছয়। সমান ছয় পয়েন্ট খুলনা টাইটানস ও বরিশাল বুলসের।

ঢাকা ডায়নামাইটসের জয়ে দারুণ ভূমিকা রাখেন দলটির ওপেনার মেহেদি মারুফ। এ ডানহাতি ব্যাটসম্যান ৩৯ বলে ৬০ রানের দারুণ ইনিংস খেলে ঢাকাকে বড় সংগ্রহের ভীত গড়ে দেন।

নাসির হোসেনকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন মূলবান ৮৪ রান। নাসির হোসেনের ব্যাট থেকে আসে ৪৩ রান। শেষ অবধি ২০ ওভার পাঁচ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে ঢাকা।

রান পাহাড় টপকাতে গিয়ে শুরুতেই হোঁচট খায় কুমিল্লা। ৭৪ রানে সাত উইকেট হারিয়ে ফেললে ম্যাচ থেকে ছিটকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৫ বলে ৪৭ রানের অসাধারণ ইনিংস খেলেলে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে কুমিল্লা।

এক ম্যাচ আগেই ৪৫ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলে বরিশাল বুলসকে হারাতে ভূমিকা রেখে ম্যাচ সেরা হওয়া মেহেদি মারুফ আজও ম্যাচ সেরা হয়েছেন।  

এই ইনফর্ম ব্যাটসম্যান ম্যাচ শেষে নাসিরের সঙ্গে জুটিটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উল্ল্যেখ করলেন। নাসির হোসেনের সঙ্গে পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং উপভোগ করেছেন জানিয়ে মেহেদি বলেন, ‘আজকে অনেক ভালো লেগেছে। টি-টোয়েন্টিতে খুব বেশি প্ল্যান করা হয় না। কিন্তু আজ প্ল্যান করেই আমরা দুজন ব্যাটিংটা করেছি। ভালো বোলারকে দেখে খেলবো। বাকিদের খারাপ বলে পানিশ করবো। অকেশনাল বোলার আসলে ওর ওভার থেকে যত বেশি রান নেওয়া যায়। আজ আমরা অনেক এক-দুই করে রান নিয়েছি, ডট বল দেইনি। ওই সময় জুটিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ’

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসকে/টিআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।