ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চাঁদপুরে ১৩ ইভেন্ট নিয়ে ক্রীড়া মাসের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
চাঁদপুরে ১৩ ইভেন্ট নিয়ে ক্রীড়া মাসের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৩ ইভেন্ট নিয়ে ক্রীড়া মাসের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টায় চাঁদপুর স্টেডিয়ামে মাসব্যাপী এসব খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি এমপি।

চাঁদপুর: চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৩ ইভেন্ট নিয়ে ক্রীড়া মাসের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টায় চাঁদপুর স্টেডিয়ামে মাসব্যাপী এসব খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি এমপি।

এ সময় তিনি বক্তব্যে বলেন, ক্রিকেট খেলার সুনাম এখন বিশ্বব্যাপী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার উন্নতি সাধনে সর্বাত্মক সহযোগিতায় খুবই আন্তরিক। আমরা খেলাধুলার মাধ্যমে বিশ্ব দরবারে আরো পরিচিতি লাভ করতে চাই। মাসব্যাপী এই খেলার আয়োজন খুবই ভালো উদ্যোগ। যুবকদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য এটিও একটি কৌশল। বহুমূখী এই খেলার আয়োজন থেকে অনেক ভালো খেলোয়াড় সৃষ্টি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো: আব্দুস সবুর মন্ডল। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুশিল সুপার শামসুন্নহার, পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। এসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এসব খেলা জেলা স্টেডিয়াম, চাঁদপুর ক্লাব, চাঁদপুর অরুন নন্দী সুইমিংপুলে অনুষ্ঠিত হবে।  

১৩ ইভেন্টের মধ্যে রয়েছে: ক্রিকেট, ফুটবল, সাঁতার, হ্যান্ডবল, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, লন টেনিস, ভলিবল, কাবাডি ও ক্যারম।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।