ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

ঢাকা: আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

 

বুধবার (১৬ নভেম্বর) সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে ১১১ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি, ইএমই’র বাস্কেটবল মাঠ, ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম সেনানিবাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় বাংলাদেশ নৌ বাহিনী দল ৬৩-৪৭ সেটে বাংলাদেশ সেনাবাহিনী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দলের পেটি অফিসার এম কে বিশ্বাস শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।

সমাপনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর অফিসার্স, জুনিয়র কমিশন্ড অফিসার্স ও অন্যান্য পদবীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬

এএটি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।