ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নতুন রেকর্ড গড়লেন নৌবাহিনীর মাহফিজুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
নতুন রেকর্ড গড়লেন নৌবাহিনীর মাহফিজুর

প্রতিযোগিতার প্রথম দিনে ২০০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর সাতারু মাহফিজুর রহমান সাগর জাতীয় পর্যায়ে তার নিজের গড়া পুরনো রেকর্ড ভেঙে ০১:৫৮.৪৪ সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন।

ঢাকা: সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুরে রোববার (২৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে ২৮তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০১৬।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিজ এবং সুইমিং ফেডারেশন এবং নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়াড় এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উদ্বোধনী দিনের খেলা উপভোগ করেন এবং চারটি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতার প্রথম দিনে ২০০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর সাতারু মাহফিজুর রহমান সাগর জাতীয় পর্যায়ে তার নিজের গড়া পুরনো রেকর্ড ভেঙে ০১:৫৮.৪৪ সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন।

২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় সাঁতারে মোট ৪২টি স্বর্ণ পদক রয়েছে। সাঁতারে দলগত চ্যাম্পিয়ন, রানারআপ ও ৩য় স্থান অর্জনকারী দলকে ট্রফি দেয়া হবে। ওয়াটার পোলো চ্যাম্পিয়ন, রানারআপ ও ৩য় স্থান অর্জনকারী দল এবং জেলা ভিত্তিক সেরা দলকেও ট্রফি দেয়া হবে। এছাড়াও সাঁতারে সর্বোচ্চ পদকজয়ী জেলা ক্রীড়া সংস্থাকে ট্রফি দেয়া হবে।

সাঁতারকে তৃণমূল পর্যায়ে পৌছে দেয়ার জন্য ২০১৪ সাল থেকে জাতীয় সাঁতারে সুইমিং ক্লাবগুলোকে অন্তর্ভূক্ত করা হয়। এতে তৃণমূল পর্যায় থেকে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।  

প্রতিযোগিতায় জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, বিকেএসপি, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, সার্ভিসেস দল এবং সুইমিং ক্লাবসহ মোট ৫৯ টিমের ৩৩৪ জন ছেলে, ৮৬ জন মেয়ে ৮৬ জন টিম অফিসিয়াল এবং ১০০ জন কর্মকর্তা মোট ৫১৬ জন অংশগ্রহণ করছে।

প্রথম দিনে দুপুর পর্যন্ত চারটি ইভেন্টের ফলাফল:
ইভেন্ট নং-১। ২০০ মিঃ ব্যক্তিগত মিডলে (পুরুষ)

১।     জুয়েল আহম্মেদ    বাংলাদেশ সেনাবাহিনী    ১ম    ০২:১৫.৬০
২।     পলাশ চৌধুরী     বাংলাদেশ নৌবাহিনী     ২য়    ০২:১৮.২২
৩।     মোঃ আসিফ রেজা     বাংলাদেশ নৌবাহিনী    ৩য়    ০২:২০.৪৮    

ইভেন্ট নং-২। ২০০ মিঃ ব্যক্তিগত মিডলে (মহিলা) 
১।     রোমানা আক্তার    বাংলাদেশ সেনাবাহিনী    ১ম    ০২:৪৩.৭০
২।     নাঈমা আক্তার    বাংলাদেশ সেনাবাহিনী    ২য়    ০২:৪৪.৪১
৩।     মরিয়ম খাতুন    বাংলাদেশ নৌবাহিনী    ৩য়    ০২:৫০.৭৬

ইভেন্ট নং-৩। ২০০ মি: ফ্রি ষ্টাইল (পুরুষ) 
১।     মোঃ মাহফিজুর রহমান     বাংলাদেশ নৌবাহিনী    ১ম    ০১:৫৮.৪৪    
২।     মোঃ ফয়সাল আহমেদ    বাংলাদেশ সেনাবাহিনী    ২য়    ০২:০১.০৬
৩।     আসিফ রেজা    বাংলাদেশ নৌবাহিনী    ৩য়    ০২:০৪.০২৭

ইভেন্ট নং-৪। ২০০ মি: ফ্রি ষ্টাইল (মহিলা) 
১।     নাজমা খাতুন    বাংলাদেশ নৌবাহিনী    ১ম    ০২:২৫.৭৩
২।     শারমিন সুলতানা    বাংলাদেশ সেনাবাহিনী    ২য়    ০২:২৪.৯৩
৩।     লিমা আক্তার লাকী    বাংলাদেশ নৌবাহিনী    ৩য়    ০২:৩১.৯০

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।