ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জবিতে দ্বিতীয় ইনডোর গেমস প্রতিযোগিতার উদ্বোধন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
জবিতে দ্বিতীয় ইনডোর গেমস প্রতিযোগিতার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনডোর গেমস ক্রীড়া-উপ কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ইনডোর গেমস প্রতিযোগিতা-২০১৬ শুরু হয়েছে। রোববার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে গেমসের উদ্বোধন করেন উপাচার্য ড. মিজানুর রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনডোর গেমস ক্রীড়া-উপ কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ইনডোর গেমস প্রতিযোগিতা-২০১৬ শুরু হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে গেমসের উদ্বোধন করেন উপাচার্য ড. মিজানুর রহমান।

তিনি বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় জায়গার সীমাবদ্ধতা থাকা স্বত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইনডোর ও আউটডোর ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে। এর প্রধান কারণ হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ ও আগ্রহের কোনো কমতি নেই।

তিনি আরো বলেন, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার গুরুত্ব অনেক। আর উৎকর্ষ সাধিত হয় নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগ দেওয়া উচিত।

এসময় ইনডোর গেমস ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী, গ্রন্থাগারিক মো. এনামুল হক, শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী প্রতিযোগিতার মধ্যে রয়েছে একক ও দ্বৈত দাবা, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

এছাড়া প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে ৩২টি বিভাগের ২৫০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
ডিআর/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।