ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ট্র্যাকে গড়ানোর অপেক্ষায় জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
ট্র্যাকে গড়ানোর অপেক্ষায় জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২২ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে গড়াচ্ছে ৪০তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০১৬। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের আয়োজনে ও জয়যাত্রা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

ঢাকা: ২২ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে গড়াচ্ছে ৪০তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০১৬। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের আয়োজনে ও জয়যাত্রা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

এ উপলক্ষ্যে মঙ্গেলবার (২০ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাংধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম চেঙ্গিস, জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর ও উপদেষ্টা মোঃ শাহিদুর রহমান ট্যাপা।
 
প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরে সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস গণমাধ্যমকে বলেন, ‘দেশের ৬৪টি জেলা, ৮টি বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিকেএসপি ও সকল বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৬ শ’ (পুরষ ও মহিলা) অ্যাথলেট ও ১৫০জন কর্মকর্তা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তিনদিনের এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা ২টি গ্রুপে ৩৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষরা ২২টিতে ও মহিলারা অংশগ্রহণ করবেন ১৪টি ইভেন্টে। ’

‘বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এম পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। ২৪ ডিসেম্বর বিকেল ৪টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এম পি। ’ যোগ করেন ইব্রাহিম চেঙ্গিস।
 
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল অ্যাথলেট ও কর্মকর্তাদের যাতায়াত, থাকা-খাওয়াসহ আনুষ্ঠানিক উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের খরচ বাবদ আনুমানিক ১৫ লক্ষ টাকা ধরা হয়েছে। এর মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দেবে ৬ লক্ষ টাকা আর বাদবাকি অর্থ ফেডারেশনের তহবিল থেকে ব্যয় করা হবে।
 
এদিকে, এবারই প্রথম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতায় দ্রুততম মানব মানবীর জন্য আর্থিক পুরষ্কারের ব্যবস্থা রাখা হয়েছে। দেশের দ্রুততম মানব মানবীর আর্থিক পুরষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেন জাহাঙ্গীর, ‘আমরা দ্রততম মানব ও মানবীকে ১০ হাজার টাকা আর্থিক পুরষ্কার দেব। ’

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।