ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আফগানদের হারালো কিরগিজস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আফগানদের হারালো কিরগিজস্তান আফগানদের বিপক্ষে কিরগিজস্তানের ম্যাচের দৃশ্য/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে আফগানিস্তান। শুক্রবার (২৩ ডিসেম্বর) মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৩-১ সেটে জয় তুলে নেয় কিরগিজস্তান।

ঢাকা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে আফগানিস্তান। শুক্রবার (২৩ ডিসেম্বর) মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৩-১ সেটে জয় তুলে নেয় কিরগিজস্তান।

দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে প্রথম সেটটি ২৫-২২ ব্যবধানে জিতে নেয় আফগানিস্তান। পরের তিন সেট ২৫-১৭, ২৫-২০ ও ২৫-২২ পয়েন্টে জেতে কিরগিজরা।

ম্যাচ সেরা হয়েছেন কিরগিজস্তানের খেলোয়াড় কেনিবেক।

দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে পাঁচটি দল।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৩ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।