এর আগে বুধবার (১১ জানুয়ারি) দুপুরে শহীদ ক্যাপ্টেন এম.মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে প্রথমার্ধে ১২-৪ গোলে এগিয়ে ছিল বিজেএমসি।
দ্বিতীয়ার্ধেও এমন দাপট অব্যাহত রেখে আরও ১৫টি গোল তুলে নেয় বিজেএমসির অদম্য প্রমীলা হ্যান্ডবল দল।
বিজয়ী দলের পক্ষে সুমি বেগম ও ফাল্গুনি বিশ্বাস ছয়টি করে ও শিল্পি বেগম করেন পাঁচ গোল। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের শিল্পি বেগম।
তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশ পুলিশ দল ৩০-১১ গোলে ঢাকা জেলাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৪-৮ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে সাবিনা ১৪টি এবং সাইদা করেন ১০ গোল।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, এম.পি।
ফেডারেশনের সভাপতি এ. কে. এম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো: হাসান উল্লাহ খান রানা, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকোহিনুর, সহ সাধারন সম্পাদক মো: নুরুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সম্পাদক মোহাম্মাদ সালাউদ্দিন আহম্মেদ।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস