ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জাতীয় পর্যায়ে শ্রীমঙ্গলের জেরিনের সাফল্য

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
জাতীয় পর্যায়ে শ্রীমঙ্গলের জেরিনের সাফল্য রাহিমা আহম্মেদ জেরিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাফল্য পেয়েছে শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রাহিমা আহম্মেদ জেরিন।
 
 

রোববার (২২ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে জেরিন।  
 
৪৬তম জাতীয় স্কুল ও মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেরিন একক এবং দ্বৈত রানার্স আপ হয়।

দ্বৈত প্রতিযোগিতায় তার সহযোগী কৃতী বর্ধন। সেও শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।  
 
রাহিমা আহম্মেদ জেরিন শ্রীমঙ্গল উপজেলায় চ্যাম্পিয়ন এবং পরবর্তীতে মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন হয়। তারপর সিলেট বিভাগেও চ্যাম্পিয়ন বকুল অঞ্চল চট্টগ্রাম এবং কুমিল্লা চ্যাম্পিয়ন, জাতীয়ভাবে চাপাঁ অঞ্চল ও গোলাপ অঞ্চলকে হারিয়ে ফাইনালে পদ্মা অঞ্চলের উর্মির কাছে পরাজিত হয়ে রানার্স আপ হয়।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭ 
বিবিবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।