বুধবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত দশম বা শেষ রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের ফিদে মাস্টার বালা কান্নাম্মাকে পরাজিত করেন।
এদিকে, তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ১০ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৭৩তম হন।
শেষ রাউন্ডের খেলায় সোহেল শুভ্রমানিয়ানকে পরাজিত করেন। জাকিয়া সামদানি সাহিল সাগরের সাথে, ইভা কিশোর কুমার জগন্নাথের সাথে ড্র করেন। মালেক কুমারানের কাছে, আমিনুল ভাটসাল সিঙ্গানিয়ার কাছে, কাশেম ভারতের ভারারওয়াজ গান্দিপুদিও কাছে ও মাসুদা ভারতের ইলামপার্থিও কাছে হেরে যান। সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ পঞ্চম রাউন্ড পর অসুস্থার জন্য নাম প্রত্যাহার করে নেন, নিয়াজ ৫ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেন।
ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার তুখায়েভ এ্যাডাম ৮.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। এবারের আসরে ১৭টি দেশের ১৬জন গ্র্যান্ড মাস্টার, ২জন মহিলা মাস্টার ও ১৭জন আন্তর্জাতিক মাস্টারসহ ৩১৭ খেলোয়াড় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমআরপি