ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভলিবল দলের অধিনায়ক রাজেশকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
ভলিবল দলের অধিনায়ক রাজেশকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জাতীয় ভলিবল দলের অধিনায়ক আল-জাবীর রাজেশকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী হিসেবে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিএম মিজানুর রহামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নজরুল ইসলাম, সোনাবাড়ীয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাদুজ্জামান, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী প্রমুখ।

বক্তারা জানান, ক্রিকেটে সৌম্য-মোস্তাফিজ, ফুটবলে সাবিনার পাশাপাশি ভলিবলে রাজেশও জেলার সুনাম বয়ে আনছে। এদের হাত ধরেই সাতক্ষীরার ক্রীড়ার সম্ভাবনা কাজে লাগাতে হবে। তাহলে যুব সমাজের অবক্ষয় রোধের পাশাপাশি সাতক্ষীরার নাম বিশ্বের কাছে উজ্জ্বল হবে।

প্রসঙ্গত, সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৬ সালে এসএসসি পাশ করেন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক রাজেশ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।