ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ভোলায় মহিলা ক্রীড়া সংস্থার বিশেষ আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
ভোলায় মহিলা ক্রীড়া সংস্থার বিশেষ আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলায় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী শহরের গজনবী স্টেডিয়ামে ক্রীড়া ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ করা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, অধিক সংখ্যক মহিলাদের ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহণের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান এর পৃষ্ঠপোষকতায় হ্যান্ডবল, ব্যাডমিন্টন দ্বৈত, একক ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে ভোলা সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয় ভোলা সরকারি কলেজ। রানার্সআপ হয় চর ইলিশা মাধ্যমিক বিদ্যালয়। ব্যাডমিন্টন একক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ভোলা সরকারি কলেজ, রানার্সআপ হন ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দ্বৈত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ভোলা সরকারি কলেজ, রানার্সআপ হয় ভোলা সরকারি ফজিলাতুন্নেসা মহিলা কলেজ।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নব-নির্বাচিত জেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।

ভোলা জেলা প্রশাসক এর সহধর্মিনী ও ভোলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি কানিজ ফাতেমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: ফয়ছাল হোসেন, জেলা পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ সাফিয়া খাতুন, শাহিনা আক্তার, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা লিপিয়া খানম, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: ফয়ছেল হোসেন, যুগ্ম-সম্পাদক রাজীব চৌধুরী, মহিলা ক্রীড়া সংস্থার সদস্য রেহানা ফেরদাউস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।