অথচ টুর্নামেন্ট শুরুর আগে তাকে নিয়ে স্বপ্নের শেষ ছিল না স্বাগতিক ভক্তদের। কিন্তু শ্যামলীর তীরের ভুল নিশানায় ভক্তদের সেই স্বপ্ন ভঙ্গ হলো।
‘সকালে আমাদের ম্যাচ ছিল, কিন্তু হয়নি। তাতেও আমি নার্ভাস ছিলাম না। পরে যখন লাঞ্চের আগে সেটা শুরু হলো তখন আমি নার্ভাস হয়ে পড়ি। যার কারণে আমার খেলা খারাপ হয়েছে এবং বাদ পড়ে যাই। আমার আজকে খুব খারাপ একটি দিন গেছে। ’ জানান শ্যামলী।
এদিকে, মেয়েদের এককে বাদ পড়ে গেলেও দলীয় ইভেন্টে জয়ের প্রত্যাশা ব্যক্ত করে শ্যামলী জানান, ‘এককে বাদ পড়লেও পরে আমার দলের আরও খেলা আছে সেখানে ভালো করার চেষ্টা করবো। একটা গেছে আরও দুইটা আছে, এবার সেই দুইটা ধরার চেষ্টা করবো। ’
শনিবার (২৮ জানুয়ারি) লাঞ্চ বিরতির পরে মেয়েদের রিকার্ভ এককের কোয়ার্টার ফাইনালে আজারবাইনের কাছে ৬-০ সেটে হেরে ছিটকে যান শ্যামলী।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৭
এইচএল/এমআরপি