ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চলতি মাসেই হকি স্টেডিয়ামের ফ্লাডলাইট স্থাপনের কাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
চলতি মাসেই হকি স্টেডিয়ামের ফ্লাডলাইট স্থাপনের কাজ .

৩০ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হবে দশম এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। আর টুর্নামেন্টকে ঘিরে শুরু হচ্ছে গুলিস্তানস্থ মওলানা ভাসানি হকি স্টেডিয়ামের সংস্কার কাজ। স্টেডিয়ামের ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হবে চলতি মাস থেকেই।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে বাংলানিউজকে এ কথা জানান বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক আব্দুস সাদেক।

তিনি বলনে, ‘ফ্লাডলাইটে আলোকিত হচ্ছে হকি স্টেডিয়াম।

চলতি মাসেই ফ্লাডলাইট বসানোর কার্যক্রম শুরু হচ্ছে। সেপ্টেম্বর মাসের মধ্যেই শেষ হবে স্টেডিয়াম সংস্কার ও ফ্লাডলাইট স্থাপনের কাজ। ’ 

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর দশম এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপে বাংলাদেশের খেলোয়াড়রা সাফল্য অব্যাহত রাখবে বলে আশাবাদী আব্দুস সাদেক, ‘কাজের ব্যস্ততায় অনেকেরই জাতীয় দলের খেলা দেখা হয় না। সবার অজান্তেই দুর্দান্ত খেলা উপহার দেয় জিমিরা। এবার সেসব অপেক্ষার অবসান হতে চলেছে। এশিয়া কাপ হকি পাল্টে দেবে দেশের হকির চেহারা। ’

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।