বিশ্ব শিরোপা জয়ী ২৩ বছর বয়সী অ্যাথলেট পেরেস নতুন রেকর্ড গড়ার মাধ্যমে জিতে নেন আরব আমিরাতের রাস আল খিমাহ হাফ ম্যারাথনের শিরোপা।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ম্যারাথনে ফিনিশিং লাইন টাচ করতে পেরেস সময় নেন ১ ঘণ্টা ৫ মিনিট ৬ সেকেন্ড।
পেরেসের দুই বছর আগে বার্সেলোনায় ৩ সেকেন্ড বেশি সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন ফ্লোরেন্স কিপলাগাত।
পেরেসের পরে থেকে তিনবারের শিরোপা জেতা ম্যারি কেইটানি দ্বিতীয় হয়েছেন সাত সেকেন্ড বেশি সময় নিয়ে। আর ১ ঘণ্টা ৬ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন জইসিলেইন জেপকোজি।
এদিকে, পুরুষ বিভাগে ৫৯ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন বিশ্ব হাফ ম্যারাথনের রৌপ্যপদক জয়ী বেডান কারোকি। ইথিওপিয়ার ইগরেম ডেমেলাম ৫৯ মিনিটি ১৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় ও কেনিয়ার অগাস্টিন চোগে ৫৯ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি