ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইরানে লিজার ভালো শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
ইরানে লিজার ভালো শুরু বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা

ইরানের তেহরানে শুরু হয়েছে বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। বাংলাদেশের হয়ে সেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা।

প্রথম রাউন্ডের খেলায় ৬১ নং সিডেড খেলোয়াড় বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা (রেটিং-২০৭৭) ৪ নং সিডেড খেলোয়াড় এবং বিশ্বের ৭নং সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত খেলোয়াড় ভারতের গ্র্যান্ড মাস্টার হারিকা দ্রোনাভালির সাথে ড্র করার কৃতিত্ব দেখিয়েছেন।

লিজা সাদা ঘুঁটি নিয়ে গিয়াকো পিয়ানো ওপেনিং পদ্ধতি অবলম্বন করে খেলেন।

শুরু থেকেই খেলাটিতে লিজা সমতা বজায় রাখতে সক্ষম হন। শেষ পর্যায়েও লিজা হারিকাকে জয়ের কোনো সুযোগ দেননি।

পরবর্তীতে লিজা ৮৫ চালে তার চেয়ে ৩৯৬ বেশি রেটেড নিয়ে গ্র্যান্ড মাস্টার হারিকার সাথে ড্র করতে সক্ষম হন।

দ্বিতীয় রাউন্ডে উন্নীত হতে হলে লিজাকে পরের ম্যাচে জিততে হবে। এ ইভেন্টে অংশগ্রহণের জন্য লিজার যাবতীয় ব্যয় দাবা ফেডারেশন বহন করছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।