ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এবার ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এবার ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হংকং’এর সঙ্গে দুর্দান্ত শুরুর এবার ভুটানকেও উড়িয়ে দিল বাংলাদেশ। ৯-২ ব্যবধানে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়নেরর পথে আরেক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ রোল বলের পুরুষ দল।

৪র্থ রোল বল বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে। শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে খেলাটি শিডিউলের আগেই অনুষ্ঠিত হয়।

শিডিউল অনুযায়ী দুপুর আড়াইটার দিকে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।

তবে খেলার শুরুর পর গুণে গুণে নয়টি গোল হজম করেছে ভুটান। প্রথম থেকেই ম্যাচের ড্রাইভিং পজিশনে ছিলেন আসিফরা। প্রথমার্ধ শেষ হয়েছে উত্তেজনা ছড়িয়ে। ৩-২ এ এগিয়ে যায় আসিফরা। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয় তারা। ভুটানের জালে জড়ায় আরো ৬ টি গোল। এ সময় ভুটান কোন গোল করতে পারেননি।

তবে অনেক সুযোগ নষ্ট করেছে হৃদয়-আসিফরা। নাহলে আরও পাঁচটি গোল হতে পারতো। হৃদয় ও আরাফাত করেছেন ৪টি করে গোল। বাকি একটি গোল আরাফাতের।  এ নিয়ে দু ম্যাচে হৃদয়ের গোল সংখ্যা ১৫ টি হলো।

ভুটানকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলো বাংলাদেশ। প্রথম দিন হংকংকে ১৯-১ ব্যবধানে হারিয়েছিল আসিফরা।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭
জেএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।