ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কোচের চড় বিতর্কের পর হাতাহাতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
কোচের চড় বিতর্কের পর হাতাহাতি আহত কেনিয়ার খেলোয়াড় লুসি- ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইরানের খেলোয়াড়ের গায়ে বাংলাদেশের সহ প্রশিক্ষক সুনিল ধাগের চড় বিতর্কের পর সেনেগাল ও কেনিয়ার ম্যাচে হাতাহাতির ঘটনা ঘটলো। সেনেগালের এক খেলোয়াড় কেনিয়ার এক খেলোয়াড়কে হ্যালমেট দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেনিয়া ও সেনেগালের রোল বলের নারী দলের মধ্যকার ম্যাচে এই হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় কেনিয়ার লুসি নামের এক খেলোয়াড় গুরুতর আঘাত পেয়েছে।

তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে মাঠে নামে কেনিয়া ও সেনেগাল। ম্যাচ শেষ হয়ে কেনিয়া যখন জয়োৎসব করছিল তখনই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এই হাতাহাতির ঘটনা। কেনিয়ার ১ নম্বর জার্সিধারী লুসি নামের এক খেলোয়াড়ের মাথায় সেনেগালের খেলোয়াড় হ্যালমেট খুলে আঘাত করেন। এরপরে হাতাহাতি শুরু হয়। গুরুতর আহত হন লুসি।

এর আগে সকালে বাংলাদেশ ও ইরানের মধ্যকার খেলার শেষ সময়ে ইরানের অধিনায়ন ও কোচ শেখ জাফরির গালে চড় বসিয়ে দেয় বাংলাদেশের সহ প্রশিক্ষক ভারতীয় নাগরিক সুনিল ধাগে। বাংলাদেশের খেলোয়াড় হৃদয়ের সঙ্গে আচরণজনিত সমস্যার কারণে লাল কার্ড দেখেন এই ইরান অধিনায়ক। এরপর অধিনায়ক লাল কার্ডের কারণ জানতে চাইলে মেজাজ হারিয়ে সুনিল জাফরির গালে চড় বসিয়ে দেয়। সেজন্য কোচ সুনিলও লাল কার্ড পান। তবে জাফরি লাল কার্ড দেখায় ভারতের বিপক্ষে খেলতে পারছে না ইরান অধিনায়ক।

লুসিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার সিটি স্ক্যান করানো হয়, এমনটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
জেএইচ/এজেডএস/জিপি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।