ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় বিকেএসপি চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় বিকেএসপি চ্যাম্পিয়ন জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় বিকেএসপি চ্যাম্পিয়ন

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় ঢাকা বিভাগের আঞ্চলিক পর্বে বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত বিকেলে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বিকেএসপি স্বাগতিক গোপালগঞ্জকে ৩-১ সেটে পরাজিত করে।
খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।



এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম নান্টু, সদস্য ও প্রবীণ ক্রীড়া সংগঠক শিব শংকর অধিকারী, মাহাবুব হোসেন কুটিসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

প্রতিযোগিতায় স্বাগতিক গোপালগঞ্জ জেলা ছাড়াও ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ফরিদপুর জেলা ও বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) অংশ নেয়।

বাংলাদেশ সময়: ০৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।