ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

চলতি মাসেই প্রথম বিভাগ দাবা লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
চলতি মাসেই প্রথম বিভাগ দাবা লিগ চলতি মাসেই প্রথম বিভাগ দাবা লিগ

চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ‘মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ-২০১৭’। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই লিগ। এবারের লিগে ১২টি দল অংশ নেবে।

প্রতিটি দলে ৪ জন নিয়মিত ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় থাকবে। লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

 

মার্সেল প্রথম বিভাগ দাবা লিগের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল ২০১৮ সালের প্রিমিয়ার বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে এবং সর্বনিম্ন স্থান পাওয়া দুটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা ও আন্তর্জাতিক বিচারক হারুন অর রশিদ বলেন, ‘মার্সেল এর পৃষ্ঠপোষকতায় ৩০ ডিসেম্বর শুরু হবে মার্সেল প্রথম বিভাগ দাবা লিগ। ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৭ জানুয়ারি শেষ হবে এই লিগ। আশা করছি ১২টি দল অংশ নেবে। তার মধ্যে চারটা দল ভারতের কিছু দাবাড়ু নিয়ে খেলবে। ’

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ১ ডিসেম্বর ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।