ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ম্যাচ উইনার সাকিবের প্রশংসা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
ম্যাচ উইনার সাকিবের প্রশংসা খেলা শেষে সাকিব ও মুশফিক, ছবি: মিথুন

ঢাকা: যদি বলা হয় সাকিবের স্পিন বিষে নীল হয়েই নিজেদের ১১তম ম্যাচে হেরে গেছে রাজশাহী কিংস। ভুল হবে? অবশ্যই না। কেননা ঢাকা ডায়নামাইটসের ছুড়ে দেওয়া ২০৬ রানের বিশাল সংগ্রহ তাড়া করতে নামা রাজশাহীর ব্যাটিং ধসটি শুরু হয়েছিল সাকিবের হাত ধরেই।

একটি দুটি নয়, চারটি উইকেট নিয়ে ঢাকাকে জয়ের আনন্দে ভাসাতে তার ভূমিকা কোনোভাবেই কম নয়।
 
ব্যক্তিগত ১ রানে লিন্ডল সিমন্স, ০ রানে লুক রাইট ও অধিনায়ক মুশফিকুর রহিমকে ফিরিয়ে ঢাকার ষষ্ঠ জয়ের ভীতটি গড়ে দিয়েছিলেন টাইগাদের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানই।

তবে তিনটিতে সন্তুষ্ট ছিলেন না এই ডায়নামাইটস দলপতি। ব্যক্তিগত ২৮ রানে ফিরিয়েছেন ক্রমাগত বিধ্বংসী হয়ে ওঠা সামিত প্যাটেলকেও।
 
চার ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে চারটি শিকার। এই চার উইকেটে যে কেউই তার ভূয়সী প্রশংসায় মেতে উঠবেন। সেই কাজটি করতে এতোটুকুও কার্পণ্য করলেন না ঢাকায় সাকিবের সতীর্থ জো ডেনলি। তিনি বলেন, সাকিব আমোদের ম্যাচ উইনার। তার খেলায় আমি ভীষণ আনন্দিত। তার মতো বড় প্লেয়ার দলে থাকা সবময়ই দারুণ।
 
শনিবার (০২ ডিসেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি এসব কথা বলেন।
 
ঢাকার দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী থেমে গেছে ১০৬ রানে। ফলে ম্যাচ শেষে ৯৯ রানের বড় জয় পেয়েছে বিপিএলের গেলো আসরের চ্যাম্পিয়নরা। আর এই বিষয়টিই ডেনলির কাছে অনন্য হয়ে ধরা দিয়েছে।
 
‘‘জয়টি খুব সহজেই ধরা দিয়েছে। তাছাড়া জয় তো জয়ই। তবে জয়টি আমাদের আত্মবিশ্বাস ফেরাতে খুবই কাজে দেবে। ’’
 
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এইচএল/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।